|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি জেলা হাসপাতালে উদ্বোধন হয়ে গেল মা ক্যান্টিনের, এবার থেকে ৫ টাকায় দুপুরে খাবার পাওয়া যাবে শিলিগুড়ি জেলা হাসপাতালে। প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হন হাসপাতালে, এছাড়া হাসপাতালের আউটডোরে অনেকেই চিকিৎসা করাতে আসেন। রোগীর আত্মীয়দের এতদিন দুপুরের খাবারের জন্য দূরদূরান্তে যেতে হতো, হাসপাতালের কাছে যে সমস্ত হোটেলগুলি আছে তাতে খাবারের দাম অনেক বেশি। এখন থেকে আর অসুবিধায় পড়তে হবে না রোগীর আত্মীয়দের, ৫ টাকার বিনিময় হাসপাতালের মা ক্যান্টিনে মিলবে ভাত ,ডিম ডাল, তরকারি। এদিন মা ক্যান্টিনে দুপুরের খাবার খান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এছাড়া হাসপাতালে সুপার। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১ টা থেকে ৩ পর্যন্ত খাওয়ার পাওয়া যাবে।