|
---|
নিজস্ব সংবাদদাতা : কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল। চরম অসুবিধার মধ্যে পড়তে হয় রোগীদের, ও ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের।
এদিন বেশ কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতাল। বিদ্যুৎ চলে যাবার পরেও জেনারেটর চালু হয়নি। বাধ্য হয়ে টর্চ লাইট ও মোবাইলের ফ্লাশ দিয়ে কাজ চালিয়ে যেতে হয় বলে জানা গিয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লিফিট বন্ধ ছিল। সেই কারণে চরম অসুবিধায় পড়েন রোগীরা ও তার পরিবারের লোকেরা।