|
---|
শিলিগুড়ি: একদিকে ইষ্কুলের অনুষ্ঠান এবং অন্যদিকে পুরসভা ভোট সবমিলিয়ে বিতর্কে গোটা শিলিগুড়ি।যে ইষ্কুলের অনুষ্ঠান নিয়ে এত সমালোচনা,এত রাগারাগি অথচ ভোটের মনোনয়নপত্র জমা দেবার লোকেদের ভীড় দেখলে বোঝার উপায় নেই যে কোভিড বিধি চালু হয়েছে।গতকাল শিলিগুড়িতে মনোনয়ন পত্র জমা দেবার ছিলো শেষ দিন,আর এই শেষ দিনে প্রার্থীরা ঢাক ঢোল বাজিয়ে লোক লষ্কর নিয়ে চলে আসেন মনোনয়ন পত্র জমা করতে।একমাত্র শ্রাবনী দত্ত,গৌতম দেব ছাড়া সবাই সীমাছাড়া লোক নিয়ে আসেন।
মাইকে বার বার বলা হলেও কেউ মানেন নি বিধি নিষেধ।দুদিন আগেও শিলিগুড়ি গার্লস ইষ্কুলে ছিলো ইষ্কুলের বর্ষবরন অনুষ্ঠান।অনেক দিন আগের থেকেই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তৈরী হয়েছিলেন এই অনুষ্ঠানকে ঘিরে।প্রথম দিনে ভীড় হয়েছিলো দেখবার মতো।হঠাৎ করে নেমে আসা এই বিধিনিষেধ নেমে আসাতে বন্ধ করে দিতে হল গোটা অনুষ্ঠান।এই চর্চাই এখন শিলিগুড়িতে আলোচিত কি ভাবে দুরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।কেন সরকার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারছেন না?সবে মনোনয়ন পত্র জমা করা হয়েছে এখনো বাকি পুরো ভোটের ব্যাপারটাই।ইষ্কুলের ভীড় নিয়ে যেভাবে পোস্ট করা হয়েছে প্রতিবাদ করে,ভোটের সময় কেন কোন প্রতিবাদ পোস্ট করা হচ্ছে না,কিংবা হল না এটা নিয়ে কথা উঠেছে গোটা শিলিগুড়িতেই।ইষ্কুল বন্ধ,যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা কিভাবে তাদের সন্তানদের পড়াশোনা করাবেন এটা এখন জানেন না কেউই।করোনা কি কমবে?যদি না কমে কি হবে গরীব এবং সাধারন ছাত্রছাত্রীদের ভবিষ্যত?শিলিগুড়ির সাধারন মানুষ কিন্তুু এখন একথা তুলছেন।