অবিরাম বৃষ্টির কবলে শিলিগুড়ি

উত্তরবঙ্গ: অবিরাম বৃষ্টির কবলে শিলিগুড়ি।আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। মেঘলা আকাশ এবং সাথে হাওয়া আবহওয়ার পরিবর্তন করে দিয়েছে অনেকটাই।আজ বিকেল পযর্ন্ত শিলিগুড়িতে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে আগামী 48ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে আবহওয়া দপ্তর।আবহওয়া দপ্তর থেকে জানানো হয়েছে শিলিগুড়ি সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষনের সম্ভাবনা আছে।আজ সকাল থেকে মেঘ ভার করে বৃষ্টি নামে জলপাইগুড়িতেও।জনজীবন বিপর্যসত হয়ে যায় জলপাইগুড়িতেও। অতিরিক্ত বৃষ্টির কারনে আজ জলপাইগুড়ির অধিকাংশ বাজারই বন্ধ ছিল।দোকানপাট এবং বাজারহাট ছিল একেবারেই ফাকা।বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গোটা জলপাইগুড়ি শহরেও। এদিন বৃষ্টির কবলে পড়ে আলিপুরদুয়ারও আজ বিকেল পযর্ন্ত আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।আগামী কয়েকদিনেও আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।