শহরের ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একের পর এক অভিযান

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে চাঙ্গা করতে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা প্রচেষ্টা চালাচ্ছেন, নিজেই ট্র্যাফিক নিয়ম না মেনে চলা যানবাহন চালকদের বিরুদ্ধে চালান কাটা শুরু করলেন।

    শহরের ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে ট্রাফিক বিভাগ একের পর এক অভিযান চালাচ্ছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তাকেও খোদ বিভিন্ন এলাকায় অভিযান চালাতে দেখা যাচ্ছে, অভিযান চলাকালীন ডিসিপি নিজেও ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করছেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের অধীনে ইস্টার্ন বাইপাস ট্রাফিক ডিডিসিপি অভিষেক গুপ্তা অভিযান চলাকালীন জানিয়েছেন, ট্রাফিক ব্যবস্থাকে মসৃণ করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে, ট্রাফিক সিগন্যালে আধুনিকতা আনা হচ্ছে, অন্যদিকে হেলমেট বিহীন চালক ও ভুল পথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে, যে কেউ ফোনে কথা বলার সময় গাড়ি চালালে তার লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করা হবে এবং এতে আরটিওর পূর্ণ সহযোগিতা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পাচ্ছে বলেও জানান তিনি।তিনি আরো জানান এর ফলে পুলিশ এবং জনসাধারন দুদিক থেকেই উপকৃত হবে।তিনি আরো জানান প্রচুর মানুষ গাড়ি কিনে চলেছে এবং কোন নির্দেশ না মেনেই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে তাই তাদের জন্য এই নিয়ম শুরু হচ্ছে।যাতে শিলিগুড়ি নিজের মহিমায় ফিরে আসতে পারে।