|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন। আজ এই উপলক্ষ্যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এই প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালকের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র এবং এম এম আই সিরা। এদিন ফুল দিয়ে এই প্রয়াত চলচ্চিত্র পরিচালকের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কর্মচারীরাও। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের একের পর এক অন্যান্য সিনেমা উপহার দিয়ে গেছেন এই অসাধারন চিত্র পরিচালক, তার চিন্তা ভাবনার মধ্যে ছিল শিল্পের ছোয়া,আজ তার জন্মদিন তাই তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা আমাদের কর্তব্য। তিনি যেখানেই থাকবেন এইভাবে অমর হয়েই বেচে থাকবেন এটাই আমাদের একমাত্র প্রার্থনা।