|
---|
নিজস্ব সংবাদদাতা :আগামীকাল 25শে বৈশাখের প্রসতুতি নিতে শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুরনিগম।আগামীকাল কবিগুরুর 162তম জন্মবার্ষিকী।তাই এই উপলক্ষে শিলিগুড়িতে 162 জন সঙ্গিত শিল্পী একসাথে সুরের ছন্দ মেলাবেন।কবিগুরুর এই পূন্য তিথিতে। আজ শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে শিলিগুড়িতে রবীন্দ্রমঞ্চ পরিষ্কার করা হয়। মেয়রের তদারকিতে। মেয়র এবং ডেপুটি মেয়র নিজেরা উপস্থিত থেকে সমস্ত কাজ দেখেন। মেয়র জানান কালকের দিন আমাদের সমস্ত বাঙালি এবং ভারতের মানুষের কাছে মনে রাখবার মতন দিন। শুধুমাত্র বাঙ্গালী নয় কালকের দিনটা সমস্ত ভারতের কাছে গর্ব করবার মতন দিন।তাই আমরা কবিগুরুর জন্মদিবসের দিনটিকে একটু আলাদাভাবে পালন করব।আগামীকাল সারাদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। প্রভাতফেরি দিয়ে শুরু করা হবে আমাদের অনুষ্ঠান। কবিগুরুর জন্মদিনে শিলিগুড়ি শহরে বাজানো হবে রবীন্দ্রসঙ্গিত। তাই আজকের থেকেই আমরা সেই আয়োজন শুরু করলাম।