|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি বিখ্যাত শিল্পীদের প্রয়ানে মর্মাহত।গত কয়েকদিন থেকেই লতা মঙ্গেশকর,সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ীর প্রয়ানে শোকে আছনন শিলিগুড়ির মানুষ।তাই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেনীর মানুষ,এই তিন কিংবদন্তির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শিলিগুড়ির ওয়েল ফেয়ার অরগানাইজেসন,শিলিগুড়ি ব্যাবসায়ী সমিতি শিলিগুড়ি ক্রিকেট লাভার্স আসোসিয়েসন,শিলিগুড়ি মহিলা কলেজ এবং শিলিগুড়ি চেস ওরগানাইজেসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয় এই তিনি প্রয়াত কিংবদন্তীর প্রতি।এদিকে শিলিগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও শোক প্রকাশ করেছে এই তিন প্রয়াত কিংবদন্তীর উদ্দেশ্যে।শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব জানান এই বছরে বহু কৃতি মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন,ফুটবলার সুরজিৎ সেনগুপ্তও চলে গেলেন,সবাই চলে যাওয়াতে বিরাট এক শুন্যতার সৃষ্টি হল বাংলার অভিনয়,সঙ্গিত এবং ক্রীড়া জগতে।আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এইসব মানুষের প্রতি।এই সব কৃতি মানুষের অমর কথা লেখা থাকবে মানুষের মনে।