শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ ভারত নেপাল পানিট্যাঙ্কি বর্ডার

 

     

     

     

    নিজস্ব সংবাদদাতা: আগামী 26 ই জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন, সেই কারণে নিরাপত্তার খাতিরে শুক্রবার বিকাল পাঁচটা থেকে ভারত-নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কি বর্ডার বন্ধ করে দেওয়া হল। রবিবার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুনরায় খুলে দেওয়া হবে বর্ডার।

     

     

    বর্ডার বন্ধ করে দেওয়ার কারণে অনেক ভারতীয় নেপালে আটকে আছেন। শুধুমাত্র সেই সব ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাদের নির্দিষ্ট ভোটার পরিচয় পত্র রয়েছে। এছাড়া জরুরী ভিত্তিতে পরিষেবাগুলির ক্ষেত্রে ছার দেওয়া হয়েছে।

     

     

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পর রবিবার সন্ধ্যে থেকে পুনরায় আবার বর্ডার খুলে দেওয়া হবে। বর্ডার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এসএসবি জওয়ানরা টহল দিচ্ছেন। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে মহাকুমা পরিষদ নির্বাচনের সময় , সেই কারণে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে।