|
---|
শিলিগুড়ি: কে হবেন মেয়র এ নিয়েই আপাতত জোর আলোচনা শিলিগুড়িতে কেউ বলছেন প্রতুল চক্রবর্তী,কেউ বলছেন অলোক চক্রবর্তী আবার কারো পছন্দ পাপিয়া ঘোষ।তৃনমুল কংগ্রেসের কাছে এখন আরেক সমস্যা হয়ে দাড়িয়েছে এই মেয়র পদও।আর গৌতম দেব এবং রঞ্জন সরকার তো আছেনই।প্রার্থী ঘোষনা এক সমস্যা মেয়র পদ আরেক সমস্যা সবমিলিয়ে চরম অশান্তি তৃণমূল কংগ্রেস শিবিরে।
একেক জনের সাপোর্টে একেকটি গোষ্ঠী,এবারে আরো সমস্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কবে দেওয়াল লিখন হবে,কবে বুথ কমিটি তৈরী হবে আর কবে ঘোষনা হবে সেই কাঙ্ক্ষিত নামগুলি যাদের সামনে রেখে আসল লড়াই শুরু করবেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা।বিরোধী শিবির এটাই হাতিয়ার করছে আর প্রচার করছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমস্যা আছে তাই তাদের পক্ষে মুষ্কিল শিলিগুড়ি চালানো।তৃনমুল অবশ্য এই কথা উড়িয়ে দিয়েছে তারা জানিয়েছে তারা প্রচারে না নামলেও অসুবিধা হবে না,কারন মানুষ রোজ দেখছে কারা কারা কাজ করছে,তাই ভোট কাদের দিতে হবে বা দেওয়া উচিত।তাই নির্বাচনের দিনক্ষন ঘোষনার পর থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা টিকিট নিয়ে আসার,এখন এতকিছু সামলিয়ে তৃণমূল কিভাবে শিলিগুড়ি পুরসভা দখল করতে পারে কি না এখন সময়ই বলে দেবে।