বিধান মার্কেটের মা ভবানী মন্দিরে পূজো দিয়ে দিদির সুরক্ষা কবচ শুরু করেছিলেন শিলিগুড়ি টাউন 3 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা :বিধান মার্কেটের মা ভবানী মন্দিরে পূজো দিয়ে দিদির সুরক্ষা কবচ শুরু করেছিলেন শিলিগুড়ি টাউন 3 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।আজ টাউন 2এর বিভিন্ন এলাকা ঘুরে প্রথম পর্যায়ের দিদির সুরক্ষা কবচের কাজ শেষ হল।শিলিগুড়ির টাউন টু এর অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে আজ শিলিগুড়ি টাউন 2এর এই প্রকল্প নিয়ে প্রথম পর্যায়ের কাজ শেষ হল। শিলিগুড়ি টাউন টু এর সভাপতি মানিক দে জানালেন আমাদের যেটা লক্ষ ছিল সেটা আমরা পূরন করতে পেরেছি। তাই এবারে পরিকল্পনা করে এই বিভাগের দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা করা হবে। মানিক দে জানালেন আমাদের লক্ষ যতটা পারা যায় মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান করা। আমরা মানুষের জন্য কাজ করতে চাই তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যতটা পারা যায় মানুষের পাশে থাকতে।এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষকে এক করে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন বলে জানালেন মানিক দে।