|
---|
শিলিগুড়ি খেলা ভালোবাসে এটা সবাই জানে। এইবারে শিলিগুড়িতে আই পি এল এ দেখা গেল শিলিগুড়ির ক্রিকেটের প্রতি ভালবাসার কথা। এবারের শিলিগুড়িতে আই পি এল এ দর্শকদের উপস্থিতি দেখে এটা একেবারে হলফ করে বলতে পারা যায় শিলিগুড়ির মানুষ খেলা ভালোবাসেন। খেলা দেখতে ভালোবাসেন। খেলতে ভালোবাসেন। শিলিগুড়িতে আই পি এল খেলাকে কেন্দ্র করে যে পরিমান জনপ্রিয়তা এবং উন্মাদনা দেখা গেল তাতে তা আগামীদিনে বড় প্রতিযোগিতা তৈরী করতে সহায়তা করবে।সবচাইতে আকর্ষনীয় ব্যাপার হল এবারে ষ্টেডিয়ামে মহিলাদের উপস্থিতির পরিসংখ্যান।প্রতিটি ম্যাচেই মহিলারা পুরুষদের সাথে তাল মিলিয়ে চলেছেন। ক্রিকেটে আগ্রহ সবারই আছে,তবে মহিলারা যেভাবে এগিয়ে এসে ষ্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখলেন সেটা আগামী ভবিষ্যতে শিলিগুড়িতে যেকোন খেলা আয়োজন করতে উৎসাহ যোগাবে। এই ব্যাপারে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পুরোপুরি সফল বলতে পারা যায়। এখন দেখা যাক যারা শিলিগুড়ির দায়িত্ব নিয়েছেন তারা কি কি পদক্ষেপ নেন এই ব্যাপারে।