রঞ্জি ট্রফিতে খেলছেন না শিলিগুড়ির পাপালি

শিলিগুড়ি: শিলিগুড়ির গর্ব ঋদ্ধিমান সাহা, ভারতের ক্রিকেটের মানচিত্রে উত্তরবঙ্গের শহরটির নাম তুলে ধরেছে ঋদ্ধিমান। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে বন্দিত ঋদ্ধিমান সাহা। অসাধারণ টেম্পারমেন্ট এর জন্য যথেষ্ট সুখ্যাতি রয়েছে ঋদ্ধিমান এর। কিন্তু ইদানীংকালে বাংলা টিমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে চাপানউতোর চলছিল। গতকাল বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তিনি। আর এদিন দিন পরিষ্কার করে জানিয়ে দিলেন এই মরশুমে বাংলার হয়ে তিনি খেলছেন না। একসময় বাংলা রঞ্জি দলের কোয়ালিটি ক্যারেক্টার হিসেবে পরিচিত ছিলেন তিনি। নিজের কাঁধে দায়িত্ব নিয়ে করে বহুবার বাংলাকে জিতেছেন।

    ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে বাংলা ক্রিকেট দলের এক কর্মকর্তা দায় বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন, এখানে বেজায় চটেছেন ঋদ্ধিমান সাহা বলে জানা গিয়েছে। সব সময় নিজের 100% দেওয়া ঋদ্ধিমান এই অভিযোগে ক্ষুন্ন হয়েছেন। এছাড়া তার কাছে রঞ্জিত ট্রফিতে খেলার জন্য সৌজন্যতা মূলকভাবে কোন ফোন কল যায়নি, রঞ্জি ট্রফিতে বাংলা দলের ঘোষণা হওয়ার পরে ঋদ্ধিমান জানিয়ে দিলেন তিনি খেলছেন না