মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেলেন শিলিগুড়ির রিচা ঘোষ

শিলিগুড়ি: মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেলেন শিলিগুড়ির রিচা ঘোষ। আর তাই তাকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হল তার বাড়িতেই। বৃহস্পতিবার তার বাড়িতে হাজির হয় শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা কেক কেটে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রিচাকে।

    এদিন রিচা বলেন, “বিশ্বকাপে ভালো খেলাই লক্ষ্য। অষ্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলে উপকৃত হয়েছি। এর আগে টি-২০ বিশ্বকাপ খেলেছি। তাই একদিবসীয় বিশ্বকাপের চাপ নিতে অসুবিধা হবে না। তবে করোনা থাকলেও বিধিনিষেধ মেনেই অনুশীলন চালিয়ে যাব। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলব। কিছুদিনের মধ্যেই ক্যাম্পে যোগ দেব।”

    অন্যদিকে, তাকে শুভেচ্ছা জানিয়ে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ ভার্মা বলেন, “আমরা চাই রিচা প্রতিটি ম্যাচে নিজের জায়গা করে নিক। এমনকি ও প্রচুর রান করুক। আর দেশকে বিশ্বের সেরা দল অর্থাৎ চ্যাম্পিয়ন করে নিয়ে আসুক।”