শিল্পায়নের নাট্য সন্ধ্যা

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : গত ২৪শে নভেম্বর২০২৪ শীতের সন্ধ্যায় উষ্ণ আবেদন এনে দিল গোবরডাঙ্গার শিল্পায়ন নাট্য সংস্থা আয়োজিত মনোজ্ঞ নাট্য অনুষ্ঠান। শিল্পায়ন স্টুডিও থিয়েটারের দীপা ব্রহ্ম মঞ্চে অনুষ্ঠানের সূচনা পর্বে ছিল গোবরাপুর সংবিত্তি নাট্যদলের নাট্য সংস্থার নাটক “দায়”। এরপর ছিল গোবরডাঙা নাবিক নাট্যম এর জীবন অধিকারী নির্দেশিত নাটক “দর্পণ”। এ দিনের বিশেষ আকর্ষণ ছিল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নবতম মূকাভিনয় প্রযোজনা “রোজনামচা” । এটি ছিল এই মূকাভিনয়ের দ্বিতীয় মঞ্চায়ন। একজন মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের জীবনের ব্যস্ততার কাহিনী উঠে এসেছে এই মূক প্রযোজনায়। ধীরাজ হাওলাদার-এর ভাবনা ও নির্দেশনায় তিনি নিজে সহ মূকাভিনয়টিতে নজর কাড়া অভিনয় করেছেন ইন্দ্রজিৎ দত্ত বনিক, সায়ন প্রামাণিক সহ আরো অন্যান্য অভিনেতারা। প্রযোজনাটিকে আলো আঁধারে সাজিয়েছেন সুজিত বণিক এবং আবহ নির্মাণ করেছেন জয়ন্ত সাহা। উপস্থিত দর্শকেরা প্রযোজনাটির উচ্ছসিত প্রসংশা করেন।