|
---|
নিজস্ব সংবাদদাতা : জামুড়িয়া ব্লক ২ এর কিশান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী করোনা আক্রান্ত বলে জানিয়েছেন। উল্লেখ্য, ২৬ এপ্রিল জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়। নির্বাচনী পর্বে তৃণমূল নেতা লাল্টু কাজী এলাকায় পুরো দস্তুর প্রচারে অংশ নিয়েছিলেন। এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি তাঁর সংস্পর্শে আসা সমস্ত কর্মী সমর্থকদের কোভিড টেস্ট করিয়ে সতর্ক থাকতে এবং সরকারি নিয়ম পালন করার আবেদন জানিয়েছেন। বলাবাহুল্য, ঝাড়খণ্ডের সীমান্তবর্তী পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানিগঞ্জের খনি – শিল্পাঞ্চলে হু হু করে বেড়ে চলেছে কোভিডের দাপট। তৃণমূল নেতা লাল্টু কাজী মানুষের সুস্থতা কামনা করেছেন।