রজত জয়ন্তী বর্ষ সূচনা হল বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে

নিজস্ব সংবাদদাতা: রজত জয়ন্তী বর্ষ সূচনা হল বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে সেখ আব্দুল আজিম চন্ডীতলা 3রা আগস্ট বুধবার হুগলি জেলা চন্ডীতলা থানার অধীনে রজত জয়ন্তী বর্ষ সূচনা হলো বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে। এই উপলক্ষে সকাল ১০ টা থেকে মশাট কদমতলা থেকে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সমীর কুমার সিনহা, আহ্বায়ক ডঃ অসীম কুমার মহাপাত্র, যুগ্ম আহ্বায়ক দয় ডক্টর নিবির কুমার গোস্বামী ও শ্রী সঞ্জীব চক্রবর্তী মহাশয়, পরিচালন কমিটির সভাপতি,স্থানীয় বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য এই দিনে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়াও বিধায়িকা স্বাতি খন্দকার মহাশয়া। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি,বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ চক্রবর্তী,নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী, চন্ডীতলা সংবাদের সম্পাদক প্রভাস পাল এবং কলেজের সকল অধ্যাপক,অধ্যাপিকা কর্মী ও ছাত্র-ছাত্রী ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।কলেজের অধ্যক্ষ জানান সারা বছর ধরে এই মহাবিদ্যালয় বিভিন্ন রকম অনুষ্ঠানে মাধ্যমে জয়ন্তী পালন করা হবে।