জমকালো না হলেও প্রথম পতজাতন্ত্র দিবস আজো স্মরণীয়

নতুন গতি নিউজ ডেস্ক: সময়ের সাথে সাথেই হয় পরিবর্তন। এটাই প্রকৃতির নিয়ম। অজস্র ত্যাগ ও বলিদানের জন্যই আজ আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার মুখ দেখতে পেয়েছে। দিনগুলি ছিলো বড়োই কঠিন এবং পথটি ছিলো ততটাই ভয়ঙ্কর।

    স্বাধীনতার পরেই সময়ের সাথে সাথে দেশে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। বর্তমান ভারতে এই দিনটি রঙিন ও চমকালোভাবে পালন করা হলেও ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, যেদিন প্রথমবার প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, ছিলোনা তেমন জমকালো। অত্যন্ত সাদামাটাভাবে পালন করা হয়েছিল ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র দিবস।

    ১৯৫০ সালের ২৬ জানুয়ারি পালিত হয় এই দিনটি প্রথমবার দিল্লিতে। পুরান কেল্লা থেকে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদ। উপস্থিত ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের জায়গায় গভর্নর-জেনারেল পদে নিযুক্ত সি রাজাগোপালাচারী।

    কুচকাওয়াজ হয়েছিল ব্রিটিশ স্টেডিয়ামে। অংশ নেয় সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীর কিছু দল। ভারতের কাছে ডাকোটা এবং স্পিটফায়ারের মতো ছোট বিমান থাকা সত্বেও বের করা হয়নি কোনো জেট। না বের হয়েছিল কোনো ফ্লোট।