শিমুরালিতে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান

হক এমডি সালমান হেলাল : ৩জুন বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে কলকাতা সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার শিমুরালি বাবা লোকনাথ আশ্রম ও মা বিজলী মন্দিরের উদ্যোগে তিন দিনব্যাপী সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াইজুল হক মহাশয় তিনি প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাবা লোকনাথ আশ্রম, মা বিজলী মন্দির পরিদর্শন করেন এবং বক্তব্য রাখতে গিয়ে বলেন মানব সেবায় আল্লাহর সেব, যুগে যুগে লোকনাথরা আমাদের মধ্যে বিরাজমান, তিনি আরো বলেন মন্দির মন্দির চত্বরে যে হাসপাতাল বাবা লোকনাথ হোমিওপ্যাথিক হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে তাহাদের সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দান, এবং বলেন বাবা লোকনাথের আশ্রমে এসে আমার খুব ভালো লাগছে শুক্রবার নামাজের পরই তিনি লোকনাথের বাবার আশ্রম পরিদর্শন করতে আসেন এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের বহু কর্মকর্তারা এতাসুল হক, দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডক্টর প্রকাশ মল্লিক, ডাক্তার পার্থ সারথী মল্লিক, বাকচর্চার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন ডাক্তার প্রকাশ মল্লিকের পিতা মাননীয় জয়দেব মল্লিক সহ বহু বিশিষ্ট মানুষজন উক্ত তিনদিনের অনুষ্ঠানে প্রথম দিন চাষ করো নিজে বাঁচো ডাক্তার প্রকাশ মল্লিক রচিত বই ১০০ কৃষকের হাতে তুলে দেওয়া হয়, পঞ্চাশের কাছে বাচ্চা পড়ুয়াদের হাতে প্রাথমিক স্তরের বই পত্র তুলে দেওয়া হয, ডাক্তার প্রকাশ মল্লিক বলেন পশ্চিমবঙ্গে বেসরকারি উদ্যোগে প্রথম হোমিও হাসপাতাল যার নাম বাবা লোকনাথ হোমিওপ্যাথিক হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার আমরা ইতিমধ্যে তার প্রতি রবিবার আউটডোর পরিষেবা চালু করতে পেরেছি এবং আগামী দিনে আমরা প্রত্যেকদিন আউটডোর পরিষেবা সহ হোমিওপ্যাথি নিয়ে যে গবেষণা করা যায় তার লক্ষ্যে এগিয়ে চলেছি, লোকনাথ আশ্রমের অধ্যক্ষ মধু মন্ডল বলেন প্রতিবছরের ন্যায় এবছর অনুষ্ঠান বাবা বাবা লোকনাথের তিরোধান দিবস পালনের সাথে সাথে দুদিন আমরা আরও সামাজিক অনুষ্ঠান করতে পারছি এলাকার মানুষের মাধ্যমে প্রচুর সাড়া পাচ্ছি মধু মন্ডল আরো বলেন আইজুল হক ভাইদের মত মানুষদেরকে কাছে পেয়ে আমাদের কাজ করার প্রেরণা ও বেড়ে গেল, বাকচর্চা পত্রিকা তিন দিন তাদের পত্রিকার স্টল নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দেন তিন দিন মানুষের কাছে ভিন্ন সহযোগিতা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হয়, অনুষ্ঠানের প্রথম দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মোট 60জন বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষকে বাবা লোকনাথ রত্ন সম্মানে ভূষিত করা হয়