|
---|
হুগলীর সিঙ্গুর ত্রলাকার বাজেধান্যহানা গ্রামে অনুষ্ঠীত হল বাৎসরিক ঈসালে সওয়াব
অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধান্যহানে জামে মসজীদের ইমামসাহেব৷ঐদিন সকল গ্রামবাসির পরিচালনায় সকাল থেকে সারাদিনব্যাপি কোরানপাঠ করাহয়৷সন্ধার পর থেকে অাগত উলামা হজরত রা বিশ্বনবীর অাদর্শও বর্তমান সমাজ নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন৷উপস্থিত ছিলেন (অাবমার)সিঙ্গুর ব্লক অাহ্বায়ক মফিজুর রহমান সাহেব সমাজসেবক সেখ অাদমঅালি অারিফমন্ডল সেখ সামসাদ অালি অারো অনেকে৷মফিজুর রহমান বক্তব্যে বলেন সারাদেশ তথা রাজ্য জুড়ে যে উস্কানিমূলক বাতাবরন চলছে ধর্মের নামে রাজনীতি৷তিনি অারো বলেন বিজেপী ভারতবর্ষের জন্য ত্রকটা বিষাক্ত পয়জন৷তিনি অারো বলেন নিজের ভোট নিজে দিন বিজেপীর বিপক্ষে দিন৷কারো প্ররোচনায় পা দেবেন না৷যেমন সকলজাতি মিলেমিসে ছিলাম ৷অাছি৷ থাকবো৷ প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ফুরফুরা শরিফের ইদ্রিস সিদ্দিকি সাহেব ইসমাঈল সিদ্দিকি সাহেব ৷অাবু হুরায়রা সিদ্দিকি সাহেব অারো অনেকে ৷ইসমাঈল সিদ্দিকি সাহেবের অাখেরি মুনাজাতে অনুষ্ঠান সমাপ্তি হয়৷