শেখ আব্দুল আজীম : ২৫সেপ্টেম্বর ২০২২ রবিবার সিঙ্গুর থানার পক্ষ থেকে অটো চালকদের চশমা প্রদান করা হলো। মহালয়ার দিন চশমা পেয়ে আপ্লুত অটো চালকগণ।প্রসঙ্গত সেভ ড্রাইভ সেভ লাইফ তরফে সিঙ্গুর থানার পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির হয়। শিবিরে কামারকুন্ডু অটোচালকদের চক্ষু পরীক্ষা করা হয়।