|
---|
শেখ আব্দুল আজীম : আজ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুর পঞ্চায়েত সমিতি হলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধাড়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় ২০০০ দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। উল্লেখ্য, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সংখ্যালঘু মা, বোন ও ভাইদের পবিত্র ঈদে এবং আদিবাসী উৎসবে আদিবাসী ভাইবোনদের ১৫০০০ বস্ত্র বিতরণ করেন হরিপাল ও সিঙ্গুর ব্লক এবং চন্ডীতলা ২ নং ব্লকে।