সিঙ্গুরের সুরেন্দ্রনাথ মল্লিকের ১৫০তম জন্ম শত বর্ষ পালিত হয়

সেখ আব্দুল আজীম : আজ সিঙ্গুর মেলা কমিটির উদ্যোগে সিঙ্গুরের রূপকার ও গর্ব প্রয়াত সুরেন্দ্রনাথ মল্লিকের ১৫০তম জন্ম শত বর্ষ উপলক্ষে আজ ২৪শে আগষ্ট বর্ণাঢ্য শোভাযাত্রা হলো সিঙ্গুর অপূর্বর কামরাঙ্গা ময়দান হইতে ইমুর বিডিও অফিস পর্যন্ত। প্রয়াত এই মনিষির অবদানের জন্যই সিঙ্গুরের বুকে ধ্রুব তারার মত জ্বলজ্বল করছে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়,সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়, সিঙ্গুর হেলথ্ ও হাইজিন নার্সিং ট্রেনিং সেণ্টার। তৎসহ সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হল ঘরে সকাল দশটায় এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুরের বিডিও পার্থ বন্দোপাধ্যায়, ওসি জয়ন্ত পাল, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষবৃন্দ, জনপ্রতিনিধি সহ কয়েক হাজার সিঙ্গুর মেলার সদস্য ও সদস্যারা আজকের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।