|
---|
সেখ আব্দুল আজীম : বাংলা সাংবাদিক জগতে নক্ষত্র পতন, মাত্র ৩৫বছর বয়সে চলে গেলেন হুগলীর সিঙ্গুরের বাসিন্দা তরুণ সাংবাদিক স্বর্নেন্দু দাস,দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি মঙ্গলবার সেই লড়াই থেমে গেল তার,এদিন সকাল 6 টা নাগাদ শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সংবাদ জগৎ।দীর্ঘ দিন মুম্বাইয়ে চিকিৎসা চলছিল তার,পরে অবশ্য রাজ্য সরকারের তৎপরতায় কলকাতায় এনে তার চিকিৎসা চলছিল,প্রথমে sskm ও পরে শম্ভুনাথ পন্ডিত থেকে চিকিৎসা হয় স্বর্নেন্দুর,দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি,খবর সংগ্রহ করাই ছিল তার মূলমন্ত্র,খবর সংগ্রহ এর জন্য একপ্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াতেন তিনি, নিজের শরীরে ক্যান্সার বাসা বাঁধার পরে ও দমে যাননি তিনি, চিকিৎসা করিয়েছেন আবার বুম হাতে নেমে পড়েছেন খবরের খোঁজে। দুটি বেসরকারি টিভি চ্যানেলে স্বর্ণেন্দু র দক্ষ সাংবাদিকতা সকলের নজর কেড়েছিল, মিশুকে ও অমায়িক স্বভাবের জন্য সহকর্মী মহলেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, স্বর্নেনদু র বাবা মা ছাড়াও তার স্ত্রী ও শিশু কন্যা রয়েছে,স্বর্নেন্দু অকাল প্রয়াণে কলকাতা প্রেস ক্লাব ও প্রেস ক্লাব অব হুগলী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ,তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ট্যুইট করে লেখেন কলকাতার তরুণ সাংবাদিক স্বরনেন্দু দাসের মৃত্যুর খবর শুনে মন ভেঙে গেল।আমি তার পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই,এর পাশাপাশি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও শোক জ্ঞাপন করেছেন তিনি লেখেন ২০১৪ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত হলেও কাজের প্রতি তার নিষ্ঠা এতটুকু কমেনি,ওর বিদেহী আত্মার শান্তি কামনা করি