স্টুডেন্টস মেনিফেস্টোতে এসআইও রাজ্যের আইটিআই কলেজে ওবিসি সংরক্ষনের দাবি

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলো জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া সম্বলিত ছাত্র ইস্তেহার প্রকাশ করলো ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অরগানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও ) পশ্চিমবঙ্গ শাখা। রাজ্যের আইটিআই কলেজ গুলিতে ওবিসি সংরক্ষণ চালুর দাবি জানিয়েছেন সংগঠনটি । স্টুডেন্টস মেনিফেস্টো প্রকাশের সময় সংগঠনটির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সাবির আহমেদ বলেন ছাত্র যুবকদের দাবি আদায়ের লক্ষ্যে এই মেনিফেস্টো প্রকাশ তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো তাদের মেনিফেস্টোতে এই দাবি গুলোকে স্থান দেওয়া উচিত ‌।

    সংগঠনটি মেনিফেস্টোতে দাবি করে মালদায় দ্রুত ল কলেজ বাস্তবায়ন বাস্তবায়ন, মুর্শিদাবাদে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শাখার সার্বিক বিকাশ সহ মুর্শিদাবাদে পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন ।RTE ACT- ২০০৯ অনুযায়ী সকল সরকারি এবং বেসরকারি শিক্ষাঙ্গনগুলোকে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলতে হবে। এই বিষয় যথাযথ রুপায়ন করতে রাজ্য সরকারগুলোকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। পরিবেশ শিক্ষা উপর জোর দেওয়া ।সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের জন্য মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (MANF) এবং এসসি (SC) ও এসটি (ST)-দের জন্য নির্ধারিত রাজীবগান্ধী ন্যাশনাল ফেলোশিপের(RGNF) জন্য নতুন করে জারি করা UGC-NET পাশ বাধ্যতামূলক সংক্রান্ত নিয়মকানুন উচ্চ শিক্ষায় ইছুক পড়ুয়াদের বঞ্চিত করছে। এই বর্ধিত নিয়ম-কানুন অবিলম্বে সংশোধন করে ফেলোশিপের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়াও সরকারি এবং জনহিতকর দপ্তরে কর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা এবং সঠিক যোগ্যতার ভিত্তিতে হতে হবে। নোটিশ জারি থেকে শুরু করে নিয়োগপত্র প্রদান এবং চাকরিতে যোগদান সবকিছুই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা সংক্রান্ত দাবি ছাড়াও এসআইও যুবকদের মানবাধিকার বিষয়ক দাবি করে । সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আটক করে রাখা হচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে , এছাড়াও আসামের এনআরসির সচ্ছতার দাবি করে মেনিফেস্টোতে।

    স্টুডেন্ট মেনিফেস্টো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইও মালদা জেলা সভাপতি উমার আলি মোমিন , সম্পাদক উমার ফারুক , সম্পাদক মন্ডলীর সদস্য নুরুজ্জামান, রফিকুল ইসলাম বামসেফ নেতা রাম মূর্ম জামায়াতে ইসলামী হিন্দের মালদা জেলা সহ-সভাপতি সেরাজুল ইসলাম ।