রঘুনাথগঞ্জে এসআইও’র ‘শিশু কিশোর উৎসব’

রঘুনাথগঞ্জে এসআইও’র ‘শিশু কিশোর উৎসব’

     

    আসিফ রনি, নতুন গতি, মুর্শিদাবাদ: “সুন্দর আগামীর জন্য, এসো আল্লাহর রং ধারণ করি ” শিরোনামে শুরু হয়েছে ছাত্র সংগঠন এসআইওর ‘শিশু-কিশোর উৎসব’ ।

    বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ইছাখালি ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ‘শিশু-কিশোর উৎসব’।

     

    এদিন ক্বিরাত, ইসলামি সংগীত, ক্যুইজ ,মোরগ লড়াই, দড়ি খেলা, দৌড়, বিষাক্ত বল থ্রো প্রভৃতি প্রতিযোগীতা আয়োজন করা হয়।

     

    উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুদ্দিন -ব্লক সভাপতি, জেলা পরামর্শ পরিষদের সদস্য মোঃ মুরসালিম, ব্লক কিশোর অঙ্গন সেক্রেটারি সেনজারুল ইসলাম, ইছাখালি ইউনিট প্রেসিডেন্ট সাকিরুল ইসলাম, ইউনিট সেক্রেটারি মিনারুল ইসলাম,রবিউল ইসলাম, তোফাজ্জুল সেখ প্রমুখ।