সিরাতের মেধা অন্বেষণ পরীক্ষা ও ড্রয়িং কমপিটিশন অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলায়।

সংবাদদাতা : সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্যের একাধিক জেলায় এই ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কমপিটিশন অনুষ্ঠিত হয়। এদিন মালদা,মুর্শিদাবাদ, নদীয়া হাওড়া,হুগলি,দক্ষিন ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং মিশনে মোট খরচ ২৬ টি সেন্টারে মিশনের ৩৩৫ জন, মাদ্রাসার ৪০৫ জন, স্কুলের ৫২০ জন এবং নার্সারী স্কুলের ৭১ু৫ জন পড়ুয়া পরীক্ষা দেয়। এছাড়া ২৬ জন সেন্টার-ইনচার্জ , ১৩৫ জন ইনভিজিলেটর ও ২৫ জন কনভেনর উপস্থিত ছিলেন।

    সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, আমাদের সংস্থার নানাবিধ কর্মকান্ডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকান্ড হলো সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কমপিটিশন। এই কাজটি আমরা ২০১৬ সাল থেকে শুরু করি বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক লেখক ও পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি মরহুম ড. সোহরাব হোসেনের নেতৃত্বে। উউল্লেখ্য এই সংস্থা ড.সোহারাব হোসেনের মস্তিকপ্রসুত। সিরাতের বর্তমান সভাপতি হাজি আকবর আলি সরদার, চেয়ারম্যান পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপ সচিব ড.আজিজার রহমান, পরীক্ষা নিয়ামক প্রাক্তন হেড মাস্টার আবু তালেব, কো-অর্ডিনেটর শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, সহ সম্পাদক শ্রী কৌশিক হালদার, উপদেষ্টা অধ্যাপক দিপঙ্কর দত্ত প্রমুখ।
    আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত। প্রতিটি ক্লাসে যারা সেরা দশের তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের আমরা স্কলারশিপ, মেডেল, মেমেন্ট, সার্টিফিকেট, বই, পেন ইত্যাদি প্রদান করে উৎসাহ দিয়ে থাকি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হয় এবং অনুপ্রাণিত হয়। আগামী ১১ ই জানুয়ারিতে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।