|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: বিশ্ব নবী দিবস উপলক্ষে অযোধ্যানগর বনপুরা যুব কমিটির পরিচালনায় জামতলার চকে রক্তদান শিবির ও জলসায়ে সিরাতুন নবী অনুষ্ঠিত হলো। এদিন মোট রক্তদাতার সংখ্যা 45 জন। রক্ত সংগ্রহে ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংক।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রেরণকারি বক্তা মৌলানা: সেখ মহাম্মদ শওকত আলী সাহেব ও সেখ মহম্মদ তৈয়ব ,বনপুরা INU সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ সাবির আলী, পশ্চিম মেদিনীপুর ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, বনপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান অতিথি:বুদ্ধেশ্বর দিগার, কমিটির সভাপতি আমির মল্লিক,সম্পাদক সেখ আব্দুল রাহিম, দুঃসময়ের ফেরিওয়ালা টিম এর সদস্য সেখ রাজ ও সুমিতা ঘোষ প্রমুখ। কমিটির সদস্য মেহেদী,বেলাল,মফিজুল,আব্দুল সবুর, সাকির, হাফিজুল, দি-লওয়ার , নাজির , মহম্মদ তৈয়ব গণ রক্তদান শিবির ও জলসায়ে সিরাতুন নবীতে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রতিটি সদস্য ও সহযোগিতায় যারা হাত বাড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানান কমিটির সম্পাদক সেখ আব্দুল রাহিম।
জলসা কমিটির অন্যতম উদ্যোক্তা সেখ মহম্মদ আসলাম জানান, পাঁচ বছর ধরে রক্তদান শিবির ,সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ও জলসায়ে সিরাতুন নবীর অনুষ্ঠান করে আসছে এই সংগঠন ।জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য।