বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির ও জলসায়ে সিরাতুন নবী

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: বিশ্ব নবী দিবস উপলক্ষে অযোধ্যানগর বনপুরা যুব কমিটির পরিচালনায় জামতলার চকে রক্তদান শিবির ও জলসায়ে সিরাতুন নবী অনুষ্ঠিত হলো। এদিন মোট রক্তদাতার সংখ্যা 45 জন। রক্ত সংগ্রহে ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংক।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রেরণকারি বক্তা মৌলানা: সেখ মহাম্মদ শওকত আলী সাহেব ও সেখ মহম্মদ তৈয়ব ,বনপুরা INU সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ সাবির আলী, পশ্চিম মেদিনীপুর ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, বনপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান অতিথি:বুদ্ধেশ্বর দিগার, কমিটির সভাপতি আমির মল্লিক,সম্পাদক সেখ আব্দুল রাহিম, দুঃসময়ের ফেরিওয়ালা টিম এর সদস্য সেখ রাজ ও সুমিতা ঘোষ প্রমুখ। কমিটির সদস্য মেহেদী,বেলাল,মফিজুল,আব্দুল সবুর, সাকির, হাফিজুল, দি-লওয়ার , নাজির , মহম্মদ তৈয়ব গণ রক্তদান শিবির ও জলসায়ে সিরাতুন নবীতে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রতিটি সদস্য ও সহযোগিতায় যারা হাত বাড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানান কমিটির সম্পাদক সেখ আব্দুল রাহিম।

    জলসায়ে সিরাতুন নবী

    জলসা কমিটির অন্যতম উদ্যোক্তা সেখ মহম্মদ আসলাম জানান, পাঁচ বছর ধরে রক্তদান শিবির ,সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ও জলসায়ে সিরাতুন নবীর অনুষ্ঠান করে আসছে এই সংগঠন ।জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য।