সিরাতুন্নবী (সঃ) ওয়াকফ বিলের বিরোধিতা ও সম্প্রীতি সভা

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ৫ই ডিসেম্বর হুগলি জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পরিচালনায় চন্ডিতলা ১ নম্বর ব্লকের তত্ত্বাবধনে সিরাতুন্নবী (সাঃ) ওয়াকফ বিলের বিরোধিতা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় কুমিরমোড়া বাজারে।উদ্বোধনী কোরআন তেলাওয়াতের ও নাতে রসুলের মাধ্যমে বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্য সহ সভাপতি মাওলানা মনজুর আলম কাসেমী, বর্ধমান জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, হুগলি জেলার প্রাক্তন সভাপতি মাওলানা বদরুদ্দিন কাসেমী,চন্ডীতলা ১ নম্বর ব্লকের সভাপতি হারুন হালদার, সহ-সভাপতি সেফাতুল্লাহ হালদার, সম্পাদক সেখ হুসামুদ্দিন, সহ-সম্পাদক মুফতি শেখ আব্দুর রব প্রমূখ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুগলি জেলা সম্পাদক মাওলানা আবুল কালাম কাসেমী।অনুষ্ঠানে সকল গুণীজন তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে কোরআন হাদিসে উদ্বৃত্ত নিয়ে ওয়াকফ সম্পত্তি যে কেবল মাত্র মুসলমানদের এবং তা রক্ষণা বেক্ষণের দায়িত্ব ও মুসলমানদের সে কথা তুলে ধরেন,এবং ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করেন। এবং এই বিল যাতে কেন্দ্র সরকার বাতিল করে তার জন্য সকল জনগণকে নিয়ে তীব্র আন্দোলনের ডাক দেন।সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালন করেন শিক্ষক সেখ শামসুল হুদা

    ছবি ও খবর পাঠালাম দেখে নেবেন