|
---|
খান আরশাদ, বীরভূম:
SIRB অর্থাৎ Specialized India Reserve Battalion এর তরফে রাজনগরে বয়স্ক দুস্থদের শীতের উপহার তুলে দেওয়া হল উপস্থিত, SIRB এর কমান্ড্যান্ট IPS তৌসিফ আলী আজহার।
রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের শিশাল ফার্মে SIRB ক্যাম্প চত্বরে শনিবার বিকেলে এলাকার বয়স্ক দুস্থ মানুষদের শীতের উপহার তুলে দেওয়া হল।
পুলিশের সাথে সাধারণ মানুষের জনসংযোগ গড়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষদের পাশে পুলিশ সর্বদাই আছে এই বার্তা দেওয়ার লক্ষ্যে শিসালফার্ম, আলিগড়, ভুরকুন্ডা, মুসাবুনি প্রভৃতি এলাকার প্রায় ১০০ জন বয়স্ক দুস্থ মানুষদের শীতের উপহার প্রদান করা হলো। SIRB এর কমান্ড্যান্ট IPS তৌসিফ আলী আজহার এইসব দুস্থ মানুষদের হাতে শীতের উপহার তুলে দিয়ে তাদের দীপাবলীর শুভেচ্ছা জানালেন।
এদিনের এই অনুষ্ঠানে যে সব দুঃস্থ অসহায় মানুষরা উপস্থিত হতে পারেননি SIRBN এর তরফে ওইসব বয়স্ক দুঃস্থ অসহায় মানুষদের বাড়িতে গিয়ে তাদের শীতের উপহার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন SIRB এর অন্যান্য আধিকারিকরা।
আজকের এই উপহার প্রদান অনুষ্ঠানে IPS তৌসিফ আলী আজহার ও তার সহধর্মণী ও কন্যাও উপস্থিত ছিলেন।
SIRB এর ক্যাম্পাস চত্বরে কালী পূজা উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয় এবং তাদের পুরস্কারও বিতরণ করা হয় SIRB এর পক্ষ থেকে।