|
---|
নূর আহমেদ : ১৪ নভেম্বর মেমারি,বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত পাহাড়হাটিতে দেখা গেল শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা। পাহাড়হাটি শিশু তীর্থ কে জি স্কুলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় ৩৫০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে পাহাড়হাটি বাজার পরিক্রমা করে স্কুলে ফিরে আসে। সুশৃঙ্খল ভাবে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারদের নির্দেশ মতো শোভাযাত্রায় শিশুদিবসের স্লোগান সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করে। বেশ কয়েক জন ছাত্রছাত্রী বিভিন্নরূপে সুসজ্জ্বিত হয়েছিল যাদের মধ্যে পন্ডিত জওহরলাল নেহরুর বেশে সুসজ্জ্বিত ছাত্রটি সকলের নজর আসে। পাহাড়হাটি শিশু তীর্থ কে জি স্কুলের প্রিন্সিপ্যাল অশোককুমার ঘোষ জানান, ১৯৯৪ সাল থেকে পাহাড়হাটি সহ আশেপাশে এলাকায় অজস্র ছাত্রছাত্রীর প্রথম শিক্ষার ভিত্তি এখান থেকে তৈরি হয়েছে। যারা আজ সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। স্কুলে সারাবছর পুঁথিগত শিক্ষা ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী গ্রহণ করা হয়। শিশুদিবস পালন তাদের মধ্যে অন্যতম।