|
---|
লুতুব আলি, ১৫ নভেম্বর : উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়াতে অনুষ্ঠিত হল এক অভিনব শিশু দিবস। ১৪ নভেম্বর রহড়ার স্বেচ্ছাসেবী সংস্থা রদ্ধা পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনটি মর্যাদার সঙ্গে শিশু দিবস হিসাবে পালন করল। এদিন সকালে শিশু ও এলাকার মানুষদের সন্নিবেশিত করে এক বর্ণাঢ্য পদযাত্রা ও মিছিল প্রদর্শন করল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। করোনার পর ডেঙ্গুর প্রকোবৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডেঙ্গুর প্রতিরোধের ব্যাপারে গান গেয়ে স্বেচ্ছাসেবী সংস্থাটি জনসচেতনতার বার্তা দিল। রহড়া থানা, খড়দহ পৌরসভা ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এই স্বেচ্ছাসেবী সংস্থাটিকে সর্বতোভাবে সহযোগিতা করে। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি পৃষ্ঠপোষক রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধায় উত্তরসূরী বিশিষ্ট গীতিকার ও কবি পরাশর বন্দ্যোপাধ্যায় জানান, জহরলাল নেহেরু শিশুদের ভীষণ ভালবাসতেন। সেই কারণেই তিনি চাচা নেহেরু হিসাবে সকলের কাছে সমাদৃত হয়েছিলেন। বর্তমানে ডেঙ্গু মাথা ছাড়া দিয়ে ওঠায় শিশু দিবসের দিন ডেঙ্গুর প্রতিরোধের ব্যাপারে এলাকার মানুষদের জনসচেতনতার বার্তা দেওয়া হল। এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্বেচ্ছাসেবী সংগঠন টির পুরোধা তথা প্রতিষ্ঠাতা গৌরব সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমজিৎ রায়, তনুশ্রী দেবী, সুরজিৎ, সন্তোষ প্রমুখ।