|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী : দক্ষিণ চব্বিশ পরগনা সারা ভারত বর্ষ জুড়ে চলছে ২৫এ নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। সেই উপলক্ষে এমনই কর্মসূচি সংগঠন সংলাপের।সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে মহিলাদের উপরে গার্হস্থ্য হিংসা মহিলাদের সম্ভ্রম নষ্ট, মহিলাদের উপরে অত্যাচার করেও আজ তারা সমাজসেবক,আইন তাদের কোন রুপ সাজা না দেওয়ায় মশাল হাতে পথে নামল কয়েক শত মহিলারা। রাজ্য সরকারের অপরাজিতা বিল এখনই কার্যকর না হওয়ায় সমস্যায় পড়ছেন মহিলারাও। কুলতলীর কৈখালীতে মহিলাদের সুরক্ষা দানের বিষয় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের ব্যবস্থাপনায় কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের কৈখালী এলাকায় কয়েক শত মহিলাদেরকে নিয়ে বাল্যবিবাহ শিশুশ্রম শিশু পাচার রোধে এবং অপরাজিতা বিল কার্যকরী করার নেপথ্যে কুলতলির কৈখালীতে সন্ধ্যাকালীন মহিলাদের মশাল মিছিল। আর এই মশার মিছিলে আসা দূর-দূরান্ত থেকে শীতলা সরদার, প্রতিমা সরদার, জয়ন্তী মন্ডল, বুলটি সরদার দের কথায় আমরা গ্রামাঞ্চলের মহিলারা আমরা আজ সুরক্ষিত নই রাজ্য সরকারের এই অপরাজিতা বিল কেবলমাত্র মহিলাদের সুরক্ষা দিতে পারবে তাই আমরা চাই এই বিলটি অবিলম্বে সরকার স্বীকৃতি দিক। আর তার জন্য এই বিলের সমর্থনে মশার মিছিল গৃহবধূদের সঙ্গে কিশোরীরা পা মেলায়। তপতী ভৌমিকের কথায় আমরা চাই মহিলারা ভারত বর্ষ জুড়ে সুরক্ষিত থাকুক আর তার জন্য এই ক্ষুদ্র প্রয়াস আমাদের।