শিশু দিবসের প্রাক্কালে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয়।

লুতুব আলি, হুগলি : শিশু দিবসের প্রাক্কালে হুগলির গোঘাট ব্লকের কুমারগঞ্জ গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয়। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং কুমারগঞ্জ আমরা সবাই সার্বজনীন ক্লাবের প্রচেষ্টায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ডায়েট ক্যাম্পের এই মহতী আয়োজন। জগদ্ধাত্রী পুজোর প্রাক্কালে জনসেবায় নিয়োজিত হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবের পুরো মাস জুড়ে দুস্থ মানুষদের কল্যাণের কাজে বর্ধমানের এই অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থাটি নিরন্তর কাজ করে চলেছে। পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাগুলিতেও এই কর্মকান্ড তারা ছড়িয়ে দিতে চায়। এই সংস্থার কর্ণধার প্রলয় মজুমদার ও তাঁর ছাত্র-ছাত্রীদের অক্লান্ত প্রচেষ্টায় এই কর্মকান্ড অব্যাহত আছে। ৯ নভেম্বর এই শিবিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সঞ্চারিত হয়। সোসাইটির উদ্যোগে কুমারগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে পুষ্টিবিদ অঙ্কিতা সাম শিশুদের আহারের ত্রুটি ও অপুষ্টি বিষয়ে সচেতন করেন। অঙ্কিতা সাম বলেন, শিশুরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সার্বিকভাবে শিশুদের সুস্থ করে না তুলতে পারলে শিশুদের সুপ্ত বাসনার উন্মেষ ঘটা সম্ভব নয়। স্বেচ্ছাসেবী এই সংস্থাটি বিশেষ করে শিশুদের পুষ্টির ব্যাপারে বরাবর পিতা-মাতা ও অভিভাবকদের সচেতন করে আসছে। অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চাশ জন দুস্থ মানুষদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ২৫০ জন ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং টেরেসা মেমোরিয়াল হাসপাতালে সহায়তায় বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও সুগার মাপা হয়। ডায়েটিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন অয়ন মাঝি, সুদীপ মন্ডল প্রমুখ। সংস্থার পক্ষ থেকে স্বর্ণশ্রী চ্যাটার্জি বলেন, স্বাস্থ্য বর্তমানে পরিষেবা থেকে ব্যবসায় পরিণত হয়েছে তাই শিশু থেকে বয়স্ক সকলকে স্বাস্থ্য সচেতন করে তুলতে আমাদের এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।