শিশু দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান স্কুলের

নিজস্ব সংবাদদাতা, ন‌ওদা : ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি ভারতে ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। শিশু দিবসে মুর্শিদাবাদের ন‌ওদা থানার ত্রিমোহিনী এলাকায় সুপ্রতিষ্ঠিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ‘ওয়ায়েশ অ্যাকাডেমী (উঃ মাঃ)’ পড়ুয়াদের নিয়ে স্কুল প্রাঙ্গণে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। পড়ুয়ারা কবিতা আবৃত্তি, নাটক, ক্যারাটে, গজল, সুরা পাঠ করে। প্রধান অতিথি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। সকলের জন্য আহারের সুব্যবস্থা ছিল।

    শিক্ষা বিষয়ক আলোচনা করেন আরবি বিষয়ের গবেষক ড. মিনারুল সেখ। সন্ধ্যায় আয়োজন ছিল কবি সম্মেলন ও সংবর্ধনা প্রদান। সাহিত্য, সংস্কৃতি ও সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্বকে এই মঞ্চে সংবর্ধিত করা হয় ‘ওয়ায়েশ অ্যাকাডেমী স্মারক সম্মান’-এ। ‘অর্কেস্ট্রা’ পত্রিকার সম্পাদক কবি সৈয়দ খালেদ নৌমান, গল্পকার শাহনাওয়াজ বিশ্বাস, ‘অয়ন’ পত্রিকার সম্পাদক কবি সুশান্ত বিশ্বাস, লোকসংস্কৃতি গবেষক কৌশিক বড়াল, ‘অনুভূতির কথায়’ পত্রিকা ও প্রকাশনীর কর্ণধার তথা ‘বিশ্ব বাংলাকৃষ্টি ভাষাসাহিত্য আকাদেমি’র সাধারণ সম্পাদক কবি হামিম হোসেন মণ্ডল, ঔপন্যাসিক তথা কথাসাহিত্যিক রাজকুমার শেখ প্রমুখ সংবর্ধিত হলেন। উপস্থিত থাকতে পারেননি কবি কবিরুল ইসলাম কঙ্ক এবং গল্পকার নীহারুল ইসলাম। প্রতিষ্ঠানের সম্পাদক আব্দুল করিম মণ্ডল ‘নতুন গতি’কে জানান, পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া। সভাপতি রহিম মণ্ডল বলেন, সংবর্ধনা দিতে পেরে আমরা আপ্লুত। প্রতিবছরই কবি-সাহিত্যিকের জন্য মঞ্চ রাখবো।