শিশু দিবস উদযাপন : হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায়।

এম.এ.সাত্তার,ভাঙ্গড় :  প্রতি বছরের ন্যায় এ বছরেও হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন ১৪ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়। দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা থাকার দরুন অনুষ্ঠানটি অনাড়ম্বন হলেও ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদেরকে অকৃত্রিম ভালবাসার নজির হিসেবে তাদের হাতে সামান্য কিছু উপহার তুলে দেন। ছাত্র-ছাত্রীরা হলেন আগামী দিনের ভবিষ্যৎ, সেই লক্ষ্যে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলবার এই মহান দায়িত্ব সুনিপুণ ও দৃঢ়তার সাথে পালনের জন্য শিক্ষক-শিক্ষিকারা ১৪ই নভেম্বর শিশু দিবসে অঙ্গীকারবদ্ধ হন।