শিশু দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি মনিগ্রাম টার্গেট মিশনে

রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতিবছরের ন্যায় এ বছরও মহাসমরহে পালিত হলো শিশু দিবস উদযাপন সাগরদিঘী ব্লকের স্বনামধন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মনিগ্রাম টার্গেট মিশনে, এবছর অভিনব ভাবনায় টার্গেট মিশনের শিশু দিবস উদযাপন হয়, এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, দন্ত পরীক্ষা, পুস্তক বিতরণ, রক্তের গ্রূপ নির্ণয়, চারা গাছ বিতরনের মতো একাধিক কর্মসূচী এবং দুপুর দুটো থেকে শুরু হয় অত্র মিশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী সংগীত, কচিকাচাদের নৃত্য, নাটিকা, ইত্যাদি ছিল চোখে পড়ার মত। মিশনের কর্ণধার সালাউদ্দিন শেখ জানান প্রতিটি শিশুর প্রতিভাকে প্রস্ফুটিত করতে এবং শিশুদের জাগিয়ে তুলতে মূলত আমাদের এই আয়োজন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এ আই গৌতম ব্যানার্জী, সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস, বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, প্ৰাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, সাজিবা খাতুন, আনিসুদ্দিন খান, শামিয়াত আলী, মুর্শিদ সারওয়ার জাহান প্রমুখ।