|
---|
সংবাদদাতা : আজ শিশু দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্রে অঙ্কন প্রতিযোগিতা, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু-হাতে লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রায় ষাট জন প্রতিযোগী অংশগ্ৰহণ করে।সার্বিক পরিচালনা করেন, আল আমিন শিক্ষা কেন্দ্রের সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। তদারকি করেন, শিক্ষিকা হোসনা পারভিন,সীরাতুন নেসা,সাবনাম খাতুন,আমেনা খাতুন,আলিয়া বেগম,ফারহিন খাতুন,নূরুসশোভা খাতুন, তামান্না সাফরিন। সফল প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগীদের মধ্যে যথেষ্টই উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ ছিল।