|
---|
সালমান হেলাল : হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত বাদপুর গ্রামে ১৯৯৯ সালে মাত্র ৩২ জন ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক শিক্ষিকা নিয়ে প্রতিষ্ঠিত প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় শিশু সদন আজ প্রাক প্রাথমিক হইতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিশু সদন হাই স্কুলে পরিণত হয়েছে। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিদ্যালয়টি জিডি স্টাডি সার্কেল এর অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই মুহূর্তে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রদের আবাসিক হিসাবে রাখা হয়। বিদ্যালয়টি প্রথমে দুটি টালির ঘর নিয়ে তৈরি হয়েছিল বর্তমানে চারতলা বিশিষ্ট দুটি বিল্ডিং। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্র খন্দকার মুসাইব নেওয়াজ রাজ্যে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান দখল করে। যা বিদ্যালয় তথা হুগলী জেলার গৌরব বৃদ্ধি করেছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৯৭৮ এবং শিক্ষক সংখ্যা ৬৬।জেলার এই অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় শিক্ষক দিবস উদযাপন হল জাঁকজমকপূর্ণ ভাবে। দুটি আনুষ্ঠানে আজকের শিক্ষক দিবস উদযাপন হল। প্রথমতঃ স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের সারা বছরের প্রতিভা তুলে ধরে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত তারপর কবিতা আবৃত্তি গজল গান ইত্যাদির মাধ্যমে শেষ হয়, দ্বীতিয় ধাপে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক- অ-শিক্ষক কর্মচারী যেমন গাড়ি চালক- সাফাই কর্মী- রাঁধুনি সহ স্কুলের সাথে জড়িত সকলকে খুশি করতে স্টেজে তুলে বিশেষ সন্মানে সন্মানিত করা হয় আজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক কাজী একরামুল হক সহ সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী সেখ আব্দুল সেলিম,সহ-সম্পাদক কাজী তানজিলুল বারি সহ শিশু সদন হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।বলা বাহুল্য, শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের মহতী অনুষ্ঠান খুব কমই দেখা যায়। সফল এই অনুষ্ঠানের প্রশংসায় পঞ্চমুখ উপস্থিত অতিথির সহ এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।