শিশু উৎসব পালন করা হয়।

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : কলকাতা ট্রাস্ট অফ হিউম্যান ডেভলপট এর পরিচালনায় ও চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সাধুর হাটে অভিনব প্রক্রিয়ায় ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশুদিবস উৎযাপন হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ট্রাস্টের প্রতিনিধি রুসা মিশ্র,ও সুলগণা মুখোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠানে প্রায় এক শতাধিক এর বেশি শিশুরা অংশগ্রহণ করেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু দিবস হিসেবে এই দিনটি পালন করেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ঠ সমাজ কর্মী ও আই,এল,ডি প্রজেক্ট কডীনেটর আলমগীর মল্লিক ।এদিন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের প্রতিযোগিতা শুরু হয়।কবিতা,গল্প, নৃত্য, ছদ্মবেশ যুক্তিতর্ক ও গল্গ নিয়ে এই অনুষ্ঠান ছিলো চোখে পড়ার মতন।প্রায় এক শতাধিক প্রতিযোগি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে। বিশিষ্ঠ সমাজ কর্মী আলমগীর মল্লিক তিনি বলেন শিশু দিবস উপলক্ষ্যে সুন্দর অনুষ্ঠান করতে পারায় বিশেষ ভাবে আমি আনন্দীত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলে মেয়েরা নানা ধরনের শিক্ষা অনুভব করেছেন। যেমন চলার ভঙ্গিমা, মুখস্থ, ভলার ভঙ্গিমা, কি ভাবে শব্দ দিয়ে তিনটি করে বাক্য রচনা করা যায় সাহসের প্রতিভা বাড়িয়ে দিয়েছে। ট্রাস্টের প্রতিনিধি রুসা মিশ্র জানান আগামী দিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আরো শিক্ষা মুলক অনুষ্ঠান করা হবে বলে জানান। ট্রাস্টের প্রতিনিধি সুলগনা মুখোপাধ্যায় তিনিও জানান সকল মানুষ জনের আরো বশী করে সহযোগিতা প্রয়োজন শিশুদের শিক্ষা জগতে আলোর সংস্পর্ষে আনার জন্য।