|
---|
সংবাদদাতা : সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়, ১৫ বছরের এক থ্যালাসেমিয়া শিশু নাফিসা পারভীন। তার মা রক্তের জন্যে ফোন করেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসকে। সঞ্জীব আশ্বাস দেই রক্তের ব্যবস্থা হয়ে যাবে। এরপর সঞ্জীব দাস ফোন করেন সাগরদিঘীর পারুলিয়া গ্রামের এক ‘বি নেগেটিভ’ রক্তদাতা এক মহিলাকে তার নাম ইন্দ্রানী সাহাকে। সে তখন রান্না করতে ব্যাস্ত কারণ তার একটা ছোট্ট সংসার ১৪ বছরের মেয়ে আছে স্বামী নেই। ইন্দ্রানী সাহা সঞ্জীব কে বলেন তুমি এসো আমি রক্ত দিতে যাবো। এর পর সঞ্জীবের বাইকে চেপেই সাগরদিঘী ব্লাড সেন্টারে যায় এবং সে রক্তদান করেন। রক্ত পেয়ে খুশি রোগীর মা। অনেক ধন্যবাদ জানিয়েছে রক্তদাতা ইন্দ্রানী সাহাকে। পাশাপাশি একই দিনে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বহরমপুর শিল্পতালুক চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হলো। উপস্থিতি ছিলেন ট্রাস্টের সদস্য উজির শেখ সহ চিত্রপ্রিয় সরকার আরও অনেকেই। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন সুস্থ পরিবেশ করতে এই রকম কর্মসূচি পালন করে চলেছি এবং আগামীদিনেও কাজ চালিয়ে যাবো।