কাশীপুর হত্যাকান্ড: গঠিত হল ৬ সদস্যের সিট, পরিবারের দাবি সিবিআই তদন্ত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কাশীপুর বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত হল ৬ সদস্যের সিট।

    এদিন বিকেলেই তদন্তকারীরা তলব করে মৃতের পরিবারের সদস্যদের। কিন্তু তাঁরা তদন্তে সহযোগিতা করতে রাজি নয়। তাঁরা কেউ যাননি। চৌরাসিয়া পরিবারের দাবি, তদন্তভার দিতে হবে সিবিআইকে।

    উল্লেখ্য, চৌরাসিয়া পরিবার ও গেরুয়া শিবির এই মৃত্যুকে রাজনৈতিক হত্যা বললেও, ময়নাতদন্তের রিপোর্ট বলছে এটি হত্যা নয়।