|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: সারা রাজ্যের পাশাপাশি আজ ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোপণ্য ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদারের উপস্থিতিতে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,কাউন্সিল অলোক হালদার,পূজা সাহা,দেবকী হালদার,মিরা হালদার সহ সকল কাউন্সিল ও অনেকে।
এই বিক্ষোভ সভায় বিভিন্ন বক্তা কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ও প্রতিদিন জিনিসপত্রে র মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র ভাষায় আক্রমন করে বক্তব্য রাখেন। এই সভায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা বলেন দেশের মানুষ আজ জানতে পেরেছেনে যে দেশে সব থেকে বড় একজন পাপ্পু আছেন যারা নাম অমিত শাহ।এছাড়া ও তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র নাম করে বলেন তিনি বলছেন রাজ্যের ১০০ দিনের কাজ বন্ধ করে দেবেন ।তাহলে বুঝুন ক্ষমতায় না থেকেই যারা কাজ বন্ধ করতে চায় ,তাদের বিরুদ্ধে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি ।সেই সঙ্গে বিচয়ক পান্নালাল হালদার বলেন তৃনমূলকে E D ও CBI এর ভয় দেখিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করা যায় নি যাবে না।এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অসংখ্য কড়মীদের পরনে ছিল Indias biggest pappu, লেখার সাথে অমিত শাস্ এর ছবি।