|
---|
সীতাকে মা বলেন রামচন্দ্র দাবি মমতা
নিজস্ব প্রতিবেদন: ভোট আসলে বিজেপি রাম নামের রাজনীতি করে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কোটশীলার সভায় মমতা অভিযোগ করলেন, নির্বাচন আসলেই রামের কথা মনে পড়ে বিজেপির।
মঙ্গলবার পুরুলিয়ার কোটশীলার সভায় বিজেপির ‘রাম নাম’ নিয়ে পাল্টা আক্রমণের পথে গেলেন মমতা। বলেন, ”ইলেকশন আসলেই রামচন্দ্র সীতা মাইয়াকে ডাকে বলে, সীতা মা সীতা মা আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে। তখন সীতা বলে, কেন? কেন? তখন রাম বলে, দেখছো না বিজেপি আমার নাম স্মরণ করছে”।