|
---|
নূর আহামেদ,মেমারি, ১১ জানুয়ারি ২০২৫ : মেমারি শহর ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শীত বস্ত্র প্রদান মেমারি চকদিঘী মোড়ে। ওয়ার্ড কমিটির সভাপি সেখ শামিম বলেন প্রায় ৫০০ গরীব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি র সভাপতি সন্দীপ বসু। এছাড়াও সভায় ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়াম্যান সুপ্রিয় সামন্ত, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, জেলা পরিষদের সদস্য ফাত্তার কয়াল, ফারুক আব্দুল্লাহ সহ মুকেশ শর্মা সহ অন্যান্যরা।