|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের ইসলামপুর জি.এন.বি.ইনস্টিটিউলন বিদ্যালয়ের মাঠে। পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তপন হাজরা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা,বিদ্যালয়ের তিনজন প্রাক্তন শিক্ষক ধননন্দ বন্দ্যোপাধ্যায়,সুশান্ত কুমার ভট্টাচার্য, শিশির কুমার ঘোষ,বিদ্যালয়ের স্থায়ী সভাপতি রহিবেক শেখ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। জানাযায় এই খেলায় ১৯ টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। খেলার দেখার জন্যে এলাকাবাসীরা মাঠে ভিড় জমায়।