|
---|
সেখ সামসুদ্দিন, ২২ ফেব্রুয়ারিঃ আজ মেমারি ১ ব্লকের অন্তর্গত বাগিলা শীতলাতলা মন্দির তথা অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ভারপ্রাপ্ত অধিকারীক সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় পাল সহ বাগিলা গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ, মন্দিরের পুজারী তথা বেঙ্গল পুলিশের এসআই স্নেহাশিষ চৌধুরী, বাগিলা গ্রাম পঞ্চায়েতের সকল কর্মচারীবৃন্দ এবং বাগিলা গ্রামের প্রবীণ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুদৃশ্যমান শীতলা মন্দিরটি নির্মাণে আনুমানিক ব্যয় হয় ১১ লাখ ৪৭ হাজার টাকা বলে জানান প্রধান। এর সঙ্গে গ্রামবাসীদেরও কিছু সহযোগিতা আছে বলে জানান প্রধান। বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্বে থেকে এ পযর্ন্ত নয়টি মন্দির নির্মাণ করেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত আরও দুইটি মন্দির নির্মাণ সম্পূর্ণ করবেন বলে জানান। এসডিপিও এবং ওসি বাগিলা গ্রামবাসী সহ পঞ্চায়েতের ভূয়সী প্রশংসা করেন। নিত্যানন্দ ব্যানার্জী গ্রামবাসিদের কাছে আবেদন করেন মন্দিরের চাতালে পবিত্রতা বজায় রেখে হরিনাম করুন, কোনোরকম তাসের আড্ডা বসাবেন না। এই শীতলা মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গ্রামে মেলা বসতে শুরু করে, দুপুরে গ্রামবাসিদের ভোগপ্রসাদ খাওয়ানোর আয়োজন হয় এবং সান্ধ্যকালীন বাউল গানের ব্যবস্থা রাখা হয়।