লাগামছাড়া করোনা সংক্রমণ, প্যানডেমিক থেকে এন্ডেমিকে পরিণত হওয়ার আশঙ্কা

নতুন গতি নিউজ ডেস্ক: লাগামছাড়া করোনা সংক্রমণ গোটা দেশে রীতিমতো চিন্তিত স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণ প্রতিদিন যেভাবে বাড়ছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। এইরকম সংক্রমণ বাড়তে থাকলে আগামী মার্চ মাসের মধ্যেই করোনা প্যানডেমিক মহামারী থেকে এন্ডেমিক মহামারীতে পরিণত হবে এমনটাই আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    গত ২৪ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক,বাংলা, আসাম এই রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বিগ্ন হচ্ছে। এরকম পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার কথা ঘোষণা করেছে কেন্দ্র। চারিদিকে জরুরী ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছে।