|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: জলে জলমগ্ন গ্রাম। ধসে পড়ার সম্ভাবনা মাটির বাড়ীর। গ্রামে গিয়ে হাঁটু জলে প্যান্টগুটিয়ে গ্রামে গ্রামে ঘুড়লেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। শুক্রবার সিউড়ী বিধানসভার সাহাপুর অঞ্চলের রেঙ্গুনী গ্রামে অতি বৃষ্টির ফলে মানুষের যে ক্ষয় ক্ষতি হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখেন। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নিজের সেই মানুষগুলির পাশে গিয়ে দাঁড়ালেন ও তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি কথা বলেন সাধারন গ্রামবাসীর সঙ্গে। বিধায়ককে বৃষ্টিভেজা দিনে গ্রামে দেখে সাধারন গ্রামবাসীও খুশি হন।