|
---|
সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম:- বর্তমান অতিমারির পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ঝাঁপিয়ে পড়েছে করোনা যুদ্ধে মোকাবেলা করতে।সম্প্রতি কিছু দিন আগেই সিউড়ি শহরের বাসিন্দাদের সুবিধার্থে ডাক্তার সহ প্রয়োজনীয় সামগ্রী টোটোর উপর সেটিং করে আস্ত একটা চেম্বার তৈরি করে । সরকারি বিধিনিষেধ লকডাউনে বাইরে বেরোতে মানা কিম্বা চিকিৎসার জন্য ঠিক মতো যোগাযোগ না করতে পারা ইত্যাদি অসুবিধাগ্রস্ত ব্যাক্তিদের কথা মাথায় রেখে চলমান চেম্বারের পরিকল্পনা এবং সেই মোতাবেক সিউড়ির স্বেচ্ছাসেবী সংস্থা “উপহার ওয়েলফেয়ার সোসাইটি”-তাদের চলমান চেম্বার নিয়ে শুরু হয় শহর জুড়ে পরিষেবা প্রদান।দিন কয়েকের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে চলমান চেম্বার,তাই শহর ছেড়ে গ্রামের ডাকে ও পৌছে গেল চলমান চেম্বার পরিষেবা প্রদান করতে।রবিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের নারায়ণপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এদিন চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, রামপুরহাট মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ন্ত সরখেল এছাড়াও সঙ্গে ছিলেন বেশ কিছু ল্যাব টেকনিশিয়ান। প্রেসার, সুগার, অক্সিজেন স্যাচুরেশন, তাপমাত্রা ইত্যাদি পরীক্ষা ও গ্রামবাসীদের সচেতন করা হয়। উল্লেখ্য জরুরি অবস্থার জন্য অক্সিজেন সিলিন্ডার,নেবুলাইজারের ও ব্যবস্থা ছিল চলমান চেম্বারে। এখানে যাদের করোনা সাসপেক্ট পাওয়া গেছে তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে করোনা টেস্ট এর জন্য পাঠানো হয়।ডাক্তার বাবুদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিবিরের মূল উদ্যোক্তা তথা চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জী চ্যাটার্জী, উপহার ওয়েলফেয়ার সোসাইটির তথা চলমান চেম্বারের কর্নধার প্রীয়নীল পাল প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। গ্রামবাসীদের পক্ষে ধীরেন্দ্রনাথ মন্ডল, হিমানী মারান্ডী, শবরী সরেন প্রমুখেরা চন্দ্রপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অতিমারির প্রাক্কালে একপ্রকার বাড়িতে বসেই চিকিৎসা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্বাস্থ্য শিবির নিয়ে একান্ত সাক্ষাৎকারে ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য এবং ডাক্তার প্রিয়ন্ত সরখেল স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য নিয়ে যেমন আলোকপাত করেন পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষকে ও এরূপ কাজে এগিয়ে আসার আসা এবং সহযোগিতা করার আহ্বান জানান।